Friday, November 2, 2018

পার্ট 1 - SSMS (Sql Server Management System Studio) দিয়ে Sql Server এর সাথে Connection

SQL Server Management Studio (SSMS), হল একটি  client tool যেটা দিয়ে আমরা SQL queries লিখা এবং SQL queries execute এর কাজটা করতে পারি. SQL Server Management Studio (SSMS) এর সাথে connect করতে হলে -
1. আপনার  Windows এর start বাটন এ ক্লিক করুন 
2. সিলেক্ট  All Programs 
3. সিলেক্ট  Microsoft SQL Server 2005, 2008, 2012 or 2017 (আপনার কম্পিউটার এ যে version install করা  আছে)
4. সিলেক্ট  SQL Server Management Studio 

আপনি এখন দেখতে পাবেন, Connect to Server window.

1. Server Type থেকে Database Engine কে সিলেক্ট  করুন। Server Type drop-down list এ আপনি অন্য যে অপশন গুলো দেখতে পাবেন সেগুলো হল Analysis Services(SSAS), Reporting Services (SSRS) এবং Integration Services(SSIS)।
Server type = Database Engine



2. এর পর আপনাকে Server Name specify করে দিতে হবে। এখানে আমরা server name অথবা IP Address এর যে কোন দিতে পারব।যদি আপনার local machine এ SQL Server installed থাকে তাহলে আপনি (local) অথবা শুধু "." অথবা 127.0.0.1 লিখে দিতে পারবেন।
Server name = (local)


3. এখন Authentication সিলেক্ট করতে হবে। এখানে যে option গুলো দেখাবে সেটি নির্ভর করছে আপনি কিভাবে SQL Server ইন্সটল করেছেন তার উপরে। যদি installation এর সময় আপনি mixed mode authentication সিলেক্ট করে থাকেন তাহলে,আপনাকে Windows Authentication এবং SQL Server Authentication দুইটা option ই দেখাবে, তাছাড়া আপনি শুধু windows authentication সিলেক্ট করে দিলেই হবে।



4.যদি আপনি Windows Authentication সিলেক্ট করেন, তাহলে আপনার user name এবং password লাগবে না, তাছাড়া আপনার user name এবং password দিয়ে connect বাটন ক্লিক করুন। এখন আপনি SQL Server এর সাথে connected। SSMS এ উপরে, হাতে বাম দিকে থাকা New Query option টিতে click করলে আপনি একটা new query editor window পাবেন যেখানে আপনি sql queries গুলো লিখা এবং execute এর কাজ টি করতে পারবেন।




SSMS একটি client tool, এটি কিন্তু নিজে Server না। সাধারণত database server (SQL Server)থাকে একটা dedicated machine এ, এবং developers রা তাঁদের respective local (development) computers থেকে SSMS দিয়ে database server (SQL Server) এর সাথে সংযুক্ত হয়।


1,2,3 এবং 4 নম্বর Developer Machines গুলো SSMS দিয়ে database server এর সাথে connected হয়ে আছে।



           Database Server to Developer Machines connection


No comments:

Post a Comment