1. c# program এর basic structure শিখবো। আমরা এই নিচের program টা example হিসেবে use করবো
// Namespace Declaration
using System;
class Programs
{
public static void Main()
{
// Write to console
Console.WriteLine ("Welcome to C# Tutorial!");
}
}
2. using System declaration এর purpose কি - using System নামের এই namespace declaration টা indicate করে যে আপনি System নামের namespace টা use করছেন। আপনি যদি using System, declaration টা omit করে দেন তাহলে আপনাকে Console class এর fully qualified name লিখতে হবে।আসলে এই namespace কিছু classes, interfaces, structs, enums এবং delegates এর collection, এবং এই namespace ব্যাবহার করা হয় আপনার code কে organize করার জন্য। আমরা পরবর্তী session গুলোতে namespaces নিয়ে details আলোচনা করবো।
3. Main() method এর purpose কি - এই Main method হল আপনার application এ ঢোঁকার entry point।
পার্ট 1 - C# টিউটোরিয়াল - Introduction
No comments:
Post a Comment